Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
তথ্যমন্ত্রীর সাথে

চট্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগের ঈদ শুভেচ্ছা বিনিময়


দৈনিক পরিবার | চট্টগ্রাম প্রতিনিধি জুলাই ২, ২০২৩, ০৮:৪৩ পিএম চট্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগের ঈদ শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ এমপির সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় তথ্যমন্ত্রীর চট্টগ্রাম দেওয়ানজী পুকুর পাড়স্থ বাসভবনে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
তথ্যমন্ত্রী এসময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের সার্বিক বিষয়ে আলোচনা করেন।
আগামী ২৭ জুলাই চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের তারিখ কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে নির্ধারণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এরাদুল হক নিজামী ভুট্টো, সদস্য সচিব ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাছির উদ্দিন রিয়াজ, সদস্য ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার, সদস্য গিয়াস উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন, হেলাল তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Side banner