Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নষ্ট-পচা ও বাসি গরুর মাংস বিক্রি করায় কসাইসহ ৯ জনকে জরিমানা


দৈনিক পরিবার মে ২৪, ২০২২, ০৪:৫৯ পিএম নষ্ট-পচা ও বাসি গরুর মাংস বিক্রি করায় কসাইসহ ৯ জনকে জরিমানা

পটুয়াখালীঃ কলাপাড়ায় পচাঁ, বাসী ও নষ্ট গরুর মাংস বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত চাকামইয়া ইউনিয়নের কসাই বেল্লাল মুন্সীসহ ৯জনকে ১৫,৫০০ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌর শহরের নাচনাপাড়া চৌরাস্তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবুবকর ছিদ্দিকী জরিমানা প্রদান করেন। এসময় কলাপাড়া থানার এস আই মো: আল আমিনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তার নির্দেশে পঁচা মাংস মাটি চাপা দেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার কলাপাড়া থানার এক পুলিশ সদস্য ওই ব্যবসায়ীর দোকান থেকে গরুর মাংস কিনে বাসায় নিয়ে যান। পরে তিনি বাসায় গিয়ে পঁচা মাংস দেখতে পান। এরপর তিনি উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের
কাছে অভিযোগ করলে এই অভিযান পরিচালনা করা হয়। স্থানীযদেও অভিযোগ প্রায় প্রতিদিনই চৌরাস্তায় চাকামইয়া ইউনিয়নের কসাই বেল্লাল মুন্সী পচাঁ, বাসী ও নষ্ট গরুর মাংস বিক্রী করে। মঙ্গলবার এক পুলিশ সদস্যের অভিযোগের ভিত্তিতে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুবকর ছিদ্দিকী তাৎক্ষনিকভাবে উক্ত স্থানে গিয়ে ঐ কসাইকে প্রায় ১মন নষ্ট মাংসসহ হাতেনাতে ধরে ফেলেন এবং জরিমানা করেন, এছাড়াও রাস্তায় এলোমেলো ও অযাচিতভাবে গাড়ী রাখার অপরাধে ৮জনকে ৫,৫০০ টাকা জরিমানা করা হয়।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুবকর ছিদ্দিকী সাংবাদিকদের জানান, এক পুলিশ সদস্য ও স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে বেল্লাল কসাইকে পচাঁ মাংস বিক্রিী করার দায়ে শাস্তি
দেওয়া হয়েছে, ওই ব্যবসায়ী পঁচা দুর্গন্ধযুক্ত মাংস রাখার কথা স্বীকার করেছে এবং অবৈধ গাড়ী পার্কিং-এর দায়ে ৮জনকে শাস্তি দেওয়া হয়েছে,
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Side banner