Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

বাঘারপাড়ায় বিজ্ঞান প্রযুক্তি মেলা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | সাঈদ ইবনে হানিফ জানুয়ারি ৩১, ২০২৪, ০৯:০৩ পিএম বাঘারপাড়ায় বিজ্ঞান প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

যশোরের বাঘারপাড়ায় অনুষ্ঠিত হয়েছে দুইদিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত এই মেলার সমাপনী দিবসে উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মত  হোসনে আরা তান্নি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, জনস্বাস্থ্য কর্মকর্তা আবু হানিফ, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ, পল্লি বিদ্যুতের ডিজিএম আব্দুর রহমান, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
প্রসঙ্গত মেলায় উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের আবিস্কার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করেন। মেলায় মির্জাপুর আদর্শ মহিলা কলেজ দূষিত বায়ুকে বিশুদ্ধ বায়ুতে রূপান্তর ভূমিকা শীর্ষক একটি প্রজেক্ট উপস্থাপন করায় প্রথম স্থান অধিকার করে।

Side banner