Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

ঠান্ডা কি শেষ হয়েছে? প্রশ্ন ভাবনার


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক জানুয়ারি ১১, ২০২৬, ০৮:৩৯ পিএম ঠান্ডা কি শেষ হয়েছে? প্রশ্ন ভাবনার

চলতি বছরের শীতের আমেজ যেন অনেকটা লুকোচুরি খেলার মতো। কখনো হাড়কাঁপানো ঠান্ডা, আবার কখনো দুপুরের কড়া রোদে বসন্তের আভাস। আবহাওয়ার এমন খামখেয়ালি আচরণে সাধারণ মানুষের মতো বিভ্রান্তিতে পড়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও।
নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন পর্দা কাঁপান, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত সরব থাকেন এই তারকা। সম্প্রতি ফেসবুকে এক পোস্ট করে আবহাওয়ার এই বিচিত্র রূপ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
ভাবনা তার পোস্টে লিখেছেন, ‘ঠান্ডা কি শেষ হয়ে গেছে? নাকি ঠান্ডারও মুড সুইং হচ্ছে?’
নাটক ও চলচ্চিত্রের এই ব্যস্ত অভিনেত্রীর এমন রসিকতাপূর্ণ প্রশ্নে মেতে উঠেছেন নেটিজেনরা। ভাবনার সেই পোস্টের নিচে কমেন্ট বক্স ভরে উঠেছে নানা রকম মজার ও কৌতূহলী মন্তব্যে।
একজন অনুরাগী উত্তর দিয়েছেন, ‘শেষ হয়ে আবার শুরু করেছে।’ আরেকজন নেটিজেন যেন ভাবনার সুরেই সুর মিলিয়ে লিখেছেন, ‘এখনও শেষ হয় নাই, মনে হয় মুড সুইং-ই চলছে।’ 
প্রসঙ্গত, ‘নট আউট’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা ভাবনা ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। অভিনয়ের পাশাপাশি সমসাময়িক নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি ভক্তদের মাঝে সবসময়ই বাড়তি আগ্রহ তৈরি করে।

Side banner