Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

অভিষেকেই নবীর ছেলের ব্যাটে ঝড়, রেকর্ড সংগ্রহ নোয়াখালীর


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১১, ২০২৬, ০৮:১০ পিএম অভিষেকেই নবীর ছেলের ব্যাটে ঝড়, রেকর্ড সংগ্রহ নোয়াখালীর

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে নেমেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল। আর ব্যাট করতে নেমেই অভিষেকটা রাঙালেন এই ওপেনার। অভিষেক ম্যাচেই ঝোড়ো ফিফটি হাঁকিয়ে নাম লেখালেন ইতিহাসে। তাতেই রেকর্ড সংগ্রহ পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৪ রান করেছে নোয়াখালী। বিপিএলের ইতিহাসে এটিই তাদের দলীয় সর্বোচ্চ।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথমবার বাবা-ছেলেকে একাদশে দেখলো ক্রিকেটবিশ্ব। বিপিএলে অভিষেক ম্যাচে বাবা মোহাম্মদ নবীর হাত থেকেই ক্যাপটা তুলে নেন হাসান ইসাখিল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হায়দার আলী। সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন ইসাখিল। এই দুই ব্যাটার মিলে দলকে দারুণ সূচনা এনে দেন। উদ্বোধনী জুটিতে আসে ১০১ রান। মাত্র ২৫ বলে ৪৮ রান করে আউট হন সৌম্য।
ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সাহাদাত হোসেন দীপু ও হাবিবুর রহমান সোহান। ৩ রানে দীপু ও ৪ রানে ফেরেন সোহান।
এরপর ক্রিজে আসেন মোহাম্মদ নবী। ছেলে ইসাখিলের সঙ্গে গড়েন ৫৩ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের দিকে ধাবিত হয় নোয়াখালীর ইনিংস। ১৩ বলে ১৭ রান করে আউট হন নবী। কোনো রান না করেই সাজঘরের পথ ধরেন অধিনায়ক হায়দার আলী। আর জাকের আলী আউট হন ৮ রান করেন।
এদিকে ফিফটি পূরণের পর সেঞ্চুরির পথে ছিলেন হাসান ইসাখিল। কিন্তু ৮ রানের আক্ষেপ থেকে যায় তার। আউট হন ব্যক্তিগত ৯২ রানে। মাত্র ৬০ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি সাতটি চার ও পাঁচটি ছয়ে সাজানো। এছাড়া ০ রানে হাসান মাহমুদ ও ৪ রানে মেহেদী হাসান রানা অপরাজিত থাকেন।
ঢাকা ক্যাপিটালসের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন।

Side banner