Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৩ শ্রাবণ ১৪৩১

চট্টগ্রামের মাঠে ঢুকে পড়লেন মাশরাফী ভক্ত


দৈনিক পরিবার | পরিবার ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৬, ২০২৩, ০৪:৫৩ পিএম চট্টগ্রামের মাঠে ঢুকে পড়লেন মাশরাফী ভক্ত

ক্রিকেট মাঠে দর্শকদের ঢুকে পড়া নতুন কিছু নয়। বাংলাদেশের ক্রিকেটেও পুরনো। বিশেষ করে মাশরাফী বিন মোর্ত্তজা ভক্তের বেলায় তো তা হয় সাড়া জাগানো। সুযোগ পেলেই যেন তার কাছে ছুটে যেতে চান ভক্তরা। সাগরিকায় আজ ফের মাঠে ঢুকতে দেখা গেল ম্যাশ ভক্ত এক কিশোরকে।
চট্টগ্রামের মাঠে হঠাৎ ঢুকে পড়লেন এক মাশরাফী ভক্ত। ভক্তের আবদার বুকে টেনে নিয়ে মেটালেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফী।
একদিনের বিরতি শেষে ফের মাঠে গড়িয়েছে বিপিএল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে ঢাকা ডমিনেটরস। ঢাকার ব্যাটিং ইনিংসে পাওয়ার প্লে ওভার শেষ হয়েছে। তখনই হঠাৎ ঢুকে পড়ল এক কিশোর। যার টি শার্টের পেছনে টানানো মাশারাফীর ছবি। লেখা আছে জার্সি নম্বরসহ ম্যাশ নামটিও।
সুযোগ পেয়েই এক দৌড়ে সে কিশোর ছুটে যায় মাশরাফীর কাছে। তারপর সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কের পা ছুঁয়ে দেখে সে। টাইগারদের সাবেক অধিনায়কও ভক্তের এমন আবদার অগ্রাহ্য করেননি। তাকে কাছেই টেনে নিয়েছেন। তাৎক্ষণিকভাবে ঐ ভক্তের নাম জানা যায়নি।

 

Side banner