Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

ফাইনালে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক আগস্ট ১০, ২০২৫, ০৬:৩৫ পিএম ফাইনালে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ

মিডল অর্ডার ব্যাটারদের কল্যাণে আজ শক্ত ভিত পায় বাংলাদেশ। বিশেষ করে রিজান হোসেন ও কালাম সিদ্দিকি মাঝের ওভারগুলোতে দারুণ ব্যাটিং করেছেন। আর শেষদিকে মোহাম্মদ আবদুল্লাহ ও সামিউন বশিররা ভালো ফিনিশিং দিয়েছেন। তাতে সিরিজ জুড়ে দুর্দান্ত ব্যাটিং করা বাংলাদেশ ফাইনালেও বড় সংগ্রহ পেয়েছে।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জুনিয়র টাইগারদের হয়ে ৯৫ রান করেছেন রিজান হোসেন। এ ছাড়া ৬৫ রান করেছেন কালাম সিদ্দিকি।
দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগের ব্যাটে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। ২২ বলে ১৬ রান করে রিফাত ফিরলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার জাওয়াদ। তার ব্যাট থেকে এসেছে ২১ রান।
তিনে নেমে সুবিধা করতে পারেননি আজিজুল হাকম তামিম। ২৮ বল খেলে ৭ রানের বেশি করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। তার দ্রুত বিদায়ে ২৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কিছুটা হলেও বিপাকে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুলেন  রিজান হোসেন ও কালাম সিদ্দিকি।
চতুর্থ উইকেট জুটিতে ১১৭ রান যোগ করেন রিজান ও কালাম। ৬৫ রান করেছেন কালাম। আর রিজানের ব্যাট থেকে এসেছে ৯৫ রান। রান আউটে কাটা পড়ে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন তিনি।

Side banner