Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

গাইবান্ধায় সুনাগরিক গড়তে পাইলট প্রকল্প-২০২৫ উদ্বোধন


দৈনিক পরিবার | শাহিন নুরী আগস্ট ৩, ২০২৫, ০৪:০৪ পিএম গাইবান্ধায় সুনাগরিক গড়তে পাইলট প্রকল্প-২০২৫ উদ্বোধন

গাইবান্ধা সদর উপজেলা পরিষদের ব্রহ্মপুত্র সভাপক্ষে রবিবার (৩ আগস্ট) তুলসীঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো. আব্দুল্লাহ আল মামুন  ও রায় দাস বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাদী হাবিবা সুলতানার যৌথ  সঞ্চালনায়, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান এর সভাপতিত্বে “নীতিবান শিশু সুখী বাংলাদেশ” পাইলট প্রকল্পটির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও জেলা  ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ।  
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুবাইতা বিনতে শহিদুল্লাহ। গীতা পাঠ করেন কিসমত মালিবারি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী শ্রী নিত্যানন্দ দাশ। 
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ কুমার দাস। গাইবান্ধা জেলা জামাতের আমির আব্দুল করিম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহমুদুরনবী টিটুল, গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। “নীতিবান শিশু সুখী বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলার প্রাথমিকের (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার সারুয়ার আলম সরকার। 
শিক্ষকদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন আরজুয়ান আরা বেগম। পুরুষ শিক্ষকদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করেন কামার জানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজিতে অনুভূতি প্রকাশ করেন গাইবান্ধা কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুবাইতা বিনতে শহিদুল্লাহ। বাংলায় অনুভূতি প্রকাশ করেন রায়দাস বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী স্বর্ণালী রানী। 
রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী তাদের বক্তৃতায় বলেন, “একটা শিশু তার পরিবার থেকে প্রথম শিক্ষা লাভ করে”। আমরা অনেক মেধাবী শিক্ষার্থী পাচ্ছি, কিন্তু নীতিবান মানুষ পাচ্ছি না। আর এই নীতিবান মানুষের জন্য গাইবান্ধায় যে পাইলট প্রকল্পটি প্রাতিষ্ঠানিক  পর্যায়ে চালু করা হলো তা শুধু গাইবান্ধা জেলায় নীতিবান শিশু যেন গড়ে না ওঠে এটি সমগ্র বাংলাদেশে যেন ছড়িয়ে পড়ে সেই চেষ্টায় আমাদের করতে হবে। 
“নীতিবান শিশু সুখী বাংলাদেশ” গড়ার জন্য গাইবান্ধার জেলা প্রশাসক যে উদ্যোগটি নিয়েছেন সে উদ্যোগটি অবশ্যই গাইবান্ধা জেলা সহ সদর উপজেলার ভবিষ্যৎ প্রজন্মকে সততা নিষ্ঠাবান ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি নীতিবান সমাজ গড়ে তুলবে। আর নীতিবান সমাজ গড়ে উঠলে সুখী হবে এই বাংলাদেশ। 
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পাইলট প্রকল্পটির আওতায় গাইবান্ধা সদর উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নীতিবান শিশু গড়তে শিক্ষা উপকরণ বিতরণ করেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

Side banner