Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

বিশ্বনাথে বিএনপির বিজয় মিছিল


দৈনিক পরিবার | মো: আব্দুল কাইয়ুম আগস্ট ৫, ২০২৫, ০৭:৪৩ পিএম বিশ্বনাথে বিএনপির বিজয় মিছিল

জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের ১ম বর্ষপূর্তিতে বিশ্বনাথে বিজয় র‌্যালী করেছে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠন। ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনার পতনে দেশের স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে, জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ ও দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবী এবং আওয়ামীলীগের স্বৈরশাসনের বিরুদ্ধে এসময় বিভিন্ন স্লোগান দিয়ে বিএনপির শতশত নেতা কর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন। 
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিশ্বনাথ প্রবাসী চত্ত্বর থেকে র‌্যালীটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রবাসী চত্তরে এসে এক সমাবেশে মিলিত হয়।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী। বক্তব্য রাখেন, পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল হাই। 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Side banner