Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৮ ডিসেম্বর, ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০
জাতীয় সমাজকল্যাণ পরিষদ আয়োজিত

গাজীপুরে সমাজসেবার আর্থিক সহায়তার চেক বিতরণ


দৈনিক পরিবার | গাজীপুর প্রতিনিধি নভেম্বর ১৪, ২০২৩, ১১:১১ এএম গাজীপুরে সমাজসেবার আর্থিক সহায়তার চেক বিতরণ

গাজীপুর জেলায় সোমবার (১৩ নভেম্বর) জাতীয় সমাজকল্যাণ পরিষদ আয়োজিত চিকিৎসা সহায়তা, গরীব ও মেধাবী শিক্ষার্থী, দুস্থ অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
দুপুর ২টায় গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম গরীব ও মেধাবী শিক্ষার্থী এবং দুস্থ অসহায় মানুষের মাঝে এসব চেক বিতরণ করেন ।
অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদ হোসেন, গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এস আনোয়ারুল করীম, গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এ টি এম তৌহিদুজ্জামান, সহকারী পরিচালক তাসলিমা খাতুন প্রমুখ।
উপ-পরিচালক এস এস আনোয়ারুল করীম জানান, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত গরীব ও মেধাবী শিক্ষার্থী, দুস্থ অসহায় ১৮৪ জন মানুষকে মোট ৮ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ  করা হয়েছে।

 

Side banner