Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন


দৈনিক পরিবার | মো. আব্দুল কাইয়ুম জুলাই ৩১, ২০২৪, ০৮:০৬ পিএম বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে সিলেটের বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’র শুভ উদ্বোধন করা হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ‘উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর’র উদ্যোগে বুধবার (৩১ জুলাই) র‌্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। র‌্যালিটি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, প্রকৌশলী আবু সাঈদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।
সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় উপজেলার পোনা উৎপাদনকারী হিসেবে কামালবাজার এলাকার ফিসকেয়ার সাইন্টিফিক হ্যাচারীর পরিচালক বুরহান হোসাইন এবং সফল চাষী হিসেবে লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামের সঞ্জয় ভট্টাচার্য্যকে সম্মাননা স্মারক স্মারক প্রদান করা হয়।
এরপর উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানগুলোতে বিভিন্ন পর্যায়ের মৎস্য ব্যবসায়ী ও চাষি’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Side banner