Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

জামালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা


দৈনিক পরিবার | মো. শাহীন আলম সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৭:৩৯ পিএম জামালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সুনামগঞ্জের জামালগঞ্জে নব-নিযুক্ত জেলা প্রশাসক ও  বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নব নিযুক্ত জেলা প্রশাসক সাথে এই মত বিনিময়ের আয়োজন করা হয়েছে।  
উক্ত অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নব নিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এসময় সভায় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসকের সহকারী কমিশনার এস এম ইয়াসীর আরাফাত, মোস্তাফিজুর রহমান ইমন, হাসিবুল হাসান দিও, জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আলাউদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা এরশাদ মিয়া, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষন তালুকদার, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তৌফিকুর রহমান তালুকদার, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার, লক্ষীপুর ত্বাওক্কালিয়া দাখিল মাদ্রাসার সুপার মিছবাহ উদ্দিন, কালিপুর নেছারিয়াল দাখিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম সহ উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গরা।

Side banner