Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

ঝিকরগাছায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা


দৈনিক পরিবার | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৯:১১ পিএম ঝিকরগাছায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

যশোরের ঝিকরগাছা উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সাথে যশোর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাহারুল ইসলামের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের নবাগত জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। মতবিনিময় কালে প্রধান অতিথি বলেন, ভালো কাজ করার চাইতে মন্দ কাজ পরিত্যাগ করা উত্তম।আমাদের ভিতরে যদি খারাপ থাকে তাহলে সেটা সর্বপ্রথমেই পরিত্যাগ করতে হবে, তাহলে আমাদের ভালো কাজের সাথে মন্দ কাজটা পরিত্যাগ করা হবে এবং ভালো কাজের সংখ্যা শুধু বাড়তে থাকবে, বাড়তেই থাকবে।
তিনি বলেন, অনিয়ম দুর্নীতি হয়েছে বলেই ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে।তিনি আরও বলেন আমি আমার অর্পিত দায়িত্ব সততা নিষ্ঠা ও আমানতের সাথে পালন করে যাব। অন্তর্র্বতীকালীন সরকারের বিভিন্ন নাগরিক সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায় দিতে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানদের দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) কেএম মামুনুর রশিদের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর জোনাল অফিসের ডিজিএম মেজবাহ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিকরগাছা উপজেলা আমির ও সহকারী অধ্যাপক হারুন অর রশিদ,সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলিম, উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ খোরশেদ আলম, যুগ্ন আহবায়ক ইমরান হাসান সামাদ নিপুন,ওসি তদন্ত ইব্রাহিম আলী, জাতীয় পার্টির ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল হোসেন,গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস, ঝিকরগাছা মহিলা কলেজের উপাধ্যাক্ষ দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক মোঃ  ইলিয়া উদ্দিন, সরকারি এম এল মডেল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাহবুবুল আলম মন্টু,বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ,ঝিকরগাছা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নয়ন বাবু চৌধুরী,বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিকরগাছা প্রতিনিধি সাজ্জাদ শাহরিয়ার, ঝিকরগাছা উপজেলা  ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আকবর হোসাইন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ,দৈনিক লোক সমাজ ও নয়া দিগন্ত পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি সাংবাদিক তরিকুল ইসলাম ও ফুল চাষী ইমামুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আহসানুর রহমান,সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ঝিকরগাছা কাজী সমিতির সভাপতি জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা ইদ্রিস আলী, দৈনিক আজকের পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি এম আর মাসুদ,দৈনিক রানার ও ভোরের কাগজ পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি আতাউর রহমান জসি,উপজেলা  সমাজসেবা অফিসার মেসবাহ উদ্দিন,কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ,  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, ঝিকরগাছা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, সমবায় কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন, নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ,হিসাবরক্ষণ অফিসার কৌশিক ব্যানার্জি ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোহেলী ফেরদৌস, সরকারি এম এল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক  মোস্তাফিজুর রহমান আজাদ,ঝিকরগাছা বাজার সমিতির সভাপতি মোস্তফা এলাহি লিটু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুর রহমান, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল্লাহ,পেন ফাউন্ডেশন নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিকরগাছা সাকিব আহমেদ জীবন।
 এছাড়া উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি,ব্যাংক বীমা এনজিও কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, মসজিদের ইমাম  ধর্মীয় প্রতিনিধি ও সূধীবৃন্দ।

Side banner