Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

ধামইরহাটে জাতীয় ফলমেলা ২০২৫ উদ্বোধন


দৈনিক পরিবার | ছাইদুল ইসলাম জুন ১৯, ২০২৫, ০৯:৫৮ পিএম ধামইরহাটে জাতীয় ফলমেলা ২০২৫ উদ্বোধন

নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি অফিসের আয়োজনে দুই দিনব্যাপী জাতীয় ফলমেলা- ২০২৫ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল “বেশি ফল খাই, আসুন ফলের গাছ লাগাই”।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর বারোটায় উপজেলা পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে এর উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে ফলমেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান। এসময় দেশী ও বিদেশী নানান জাতের ফলের সঙ্গে পরিচিত হতে হুমরি খেয়ে পড়ে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা।
ফলগুলোর মধ্যে ছিল, দেশি জাতের সাদা ও লাল জামরুল, পিচ ফল, করমচা ও দেশি জাম। আমের মধ্যে নাগফজলী আম, কাটিমন, ডকমাই, রেড ম্যাংগো, ব্যানানা ম্যাংগো, মিয়াজাকি বা সূর্য ডিম আম, কিং অফ চাকাপাথ আম এবং কুমড়াজালী আম। এছাড়াও বাউ ড্রাগন-২, অগ্নিশ্বর কলা, মাল্টা, বেল, বন কাঁঠাল, মিষ্টি তেঁতুল, জি-৯ কলা, দেশি তাল, তৃপ্তি জাতের তরমুজ ও দেশি খেজুর প্রভৃতি। 
ইউএনও জেসমিন আক্তার বলেন, স্থানীয় জনগণ ও কৃষকেরা যেনো এসব আম দেখে উদ্বুদ্ধ হন। এবং তারা বাড়ির আঙিনা, পরিত্যক্ত জমিতে ফলের বাগান  গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিকভাবে যেন সাবলম্বী হয়ে ওঠেন এ কারণেই দুইদিন ব্যাপী দেশি ও বিদেশী জাতের ফলের মেলা উদ্বোধন করা হয়েছে। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনসুর আলী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার কুন্ডু, মাহফুজুর রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাহাঙ্গীর রাব্বী, উপসহকারী কৃষি কর্মকর্তাগণসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ প্রমুখ।

Side banner