ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে পোনামাছ অবমুক্ত, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ শেষে পরিষদের পুকুরে অতিথিবৃন্দ ও মৎস্যচাষীরা মাছের পোনা অবমুক্ত করেন। পরে উপজেলা সভাকক্ষে মৎস্যচাষী ও ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা গোলাম ফারুক, মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাসান জামিল খান এবং উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। মাছ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ এবং অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। দেশের মানুষের প্রোটিন চাহিদার সিংহভাগই আসে মাছ থেকে।
তারা আরও বলেন, জাতীয় মৎস্য সপ্তাহের মূল উদ্দেশ্য হলো জনগণকে সচেতন করা ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করা। এজন্য প্রয়োজন অবৈধ জাল ব্যবহার বন্ধ, প্রজনন মৌসুমে মা মাছ রক্ষা, নদী-জলাশয় সংরক্ষণ এবং বৈজ্ঞানিক উপায়ে মাছ চাষ।
অনুষ্ঠানে উপজেলার তিনজন সফল মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, দায়িত্বশীলভাবে সবাই এগিয়ে এলে “মাছে ভাতে বাঙালি” কেবল স্লোগান নয়, বাস্তবতায় রূপ নেবে।
আপনার মতামত লিখুন :