গাইবান্ধা জেলার স্বাধীনতা প্রাঙ্গণে সোমবার (১১ আগস্ট) “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধা জেলা প্রশাসন ও বন বিভাগ এর আয়োজনে গাইবান্ধায় ৭ দিন ব্যাপি বৃক্ষমেলা শুরু হয়েছে।
গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন কালেক্টারে জামে মসজিদের পেশ ইমাম মো. যুবায়ের হোসেন, গীতা পাঠ করেন দীপ মুন্সী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড, গাইবান্ধার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মো. খোরশেদ আলম, রংপুর বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা ও সামাজিক বন বিভাগ মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাহামুদ আল হাসান, সহকারী কমিশনার সাব্বির আহমেদ।
অনুষ্ঠানে গাইবান্ধা জেলার সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সহ গাইবান্ধা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উক্ত বৃক্ষ মেলায় একশত শিক্ষার্থীর হাতে বিনামূল্যে ফলজ প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ।
পরে মেলায় ৪৫ টি স্টল এর মধ্যে চার ভাই এক বোন নার্সারি স্টলের একটি মালটা জাতীয় ফলজ বৃক্ষ চারা ২,৫০০ টাকায় বিক্রি করেন মো. আবু বক্কর সিদ্দিক।
আপনার মতামত লিখুন :