Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

সোনাতলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত


দৈনিক পরিবার | বিকাশ স্বর্নকার আগস্ট ১২, ২০২৫, ০৪:২৬ পিএম সোনাতলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি মুল প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া সোনাতলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়েছে। 
মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বেলা ১১টায় পরিষদের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জালাল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিক। 
সভায় বিশেষ অতিথি থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী তার বক্তব্যে বলেন, আমাদের যুব সমাজ এগিয়ে এলে দেশ উন্নয়নের শিকরে পৌঁছাবে। 
কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন তার বক্তব্যে বলেন, আমাদের যুব সমাজ গত ৫শে আগস্ট দেখিয়ে দিয়েছে তারাও পারে। 
অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও উপস্থিত সবাইকে দেশ গড়ার শপথবাক্য পাঠ করান এবং বলেন আমাদের সবাইকে দেশপ্রেমিক হওয়া সহ হতে হবে উদ্যোক্তা। 
এসময় আরো বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা কর্মকর্তা মাইনুল হক, প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন মোস্তফা কামাল, হিসাবে রক্ষন অফিসার রুহুল আমিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অবু নাছের ওয়াহেদ নোবেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ যুব উন্নয়ন অধিদপ্তর এর ঋণ গ্রহিতা ও উদ্যোক্তারা। 
অনুষ্ঠানে উদ্যোক্তা ও ঋণ গ্রহিতারা তারা তাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ নিয়ে আজ তারা সফল ও স্বাবলম্বী সেই এগিয়ে যাবার গল্প তারা বর্ণনা করেন।

Side banner