ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার মানোন্নয়ন তথা টেকসই পরিকল্পনা প্রনয়ন নিমিত্তে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আজিজ রহমান।
বিশেষ অতিথি ছিলেন ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আবদুল মোমেন, ছলিমাবাদ আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমির সম্মানিত সদস্য ও উজানচর কংশ নারায়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. রহমান, সম্মানিত সদস্য গোলাম মোস্তফা, সম্মানিত সদস্য মো. জাকির হোসেন, সম্মানিত সদস্য মো. সাদ্দাম হোসেন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে মত প্রকাশ করেন যে, আপনার সন্তান স্কুলে এসে ঠিকমত ক্লাসের পড়া দিতে পারে কি না সেই দিকে খেয়াল রাখতে হবে। শুধু স্কুলে দিলেই হবে না, বাসায় আপনার সন্তানকে সময় দিতে হবে।
আপনার মতামত লিখুন :