Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

হোমনায় যুব দিবসে যুব ঋণের চেক বিতরণ


দৈনিক পরিবার | মো: তপন সরকার, হোমনা আগস্ট ১২, ২০২৫, ০৪:১৬ পিএম হোমনায় যুব দিবসে যুব ঋণের চেক বিতরণ

প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষ্যে যুব ঋণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ৮ জন যুব ও যুব মহিলাকে ৭ লাখ দশ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
এর আগে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে আলোচনা সভা, শপথ পাঠ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতিকুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, সাংবাদিক আবদুল হক সরকার, মোর্শেদুল ইসলাম শাজু ও মো. কামাল হোসেন প্রমুখ।

Side banner