Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

বিশ্বকাপের আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক আগস্ট ১২, ২০২৫, ০২:৫১ পিএম বিশ্বকাপের আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। নতুন করে দল গোছানোর চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করেছেন কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিশ্বকাপের প্রস্তুতির জন্য কয়েকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার আয়োজনের পরিকল্পনা করছে।
ইতোমধ্যে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে অক্টোবর ফিফা উইন্ডোতে ম্যাচ আয়োজনের বিষয়ে সমঝোতা হয়েছে। বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হলে খেলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
সূচি অনুযায়ী, ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে খেলতে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচ দুটি ঐতিহ্যবাহী কিরিন কাপের অংশ। 
২০২২ কাতার বিশ্বকাপের আগেও ব্রাজিল এশিয়া সফরে আসে, যেখানে কোরিয়াকে ৫-১ ও জাপানকে ১-০ গোলে হারায় তারা। 
এ ছাড়া নভেম্বরে আফ্রিকান দলের বিপক্ষে এবং আগামী মার্চে ইউরোপীয় দলের বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে সিবিএফের। ইউরোপ বা আমেরিকার মাটিতে হতে পারে এই ম্যাচ। যা বাণিজ্যিক চুক্তির ওপর নির্ভর করবে।
২০২৬ সালের জুনে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আরও দুইটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে ব্রাজিলের। ডিসেম্বরের ড্র শেষে কোচিং স্টাফের মূল্যায়নের ভিত্তিতে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Side banner