কুড়িগ্রামের চিলমারিতে ৫ আগস্ট “ঐতিহাসিক জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে” বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল গুলো।
মঙ্গলবার (৫ই আগস্ট) সকাল ১০.৩০ মিনিটে উপজেলার কলেজ মোড় এলাকা থেকে “কৃষক দলের” ব্যানারে একটি বিজয় মিছিল বের করা হয়েছে। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিলমারী সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়েছে। বেলা ১১টায় “বাংলাদেশ জামায়াতে ইসলামী” চিলমারী উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল বের করা হয়েছে। এ সময় “উপজেলা ছাত্রদলের” ব্যানারে আরও একটি মিছিল বের করা হয়েছে। দুপুর ১২.৩০ মিনিটে “উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়” থেকে একটি বিজয় মিছিল বের হয়েছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক গুলো ঘুরে পাম্পমোড় এলাকায় গিয়ে শেষ হয়েছে। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
পরে ২.৩০ মিনিটে “ইসলামী আন্দোলন বাংলাদেশ” উপজেলা কলেজ মোড় থেকে একটি রেলি বের করে, প্রধান সবগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা ছাত্রদলের শেষ করেন। স্বস্ব ব্যানারে মিছিলের পর তারা আলোচনা সভা করেন।
এসব আলোচনা সভায় “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য” তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক আব্দুল বারী সরকার, সিনিয়র যুগ্ম আহবায় রফিকুল ইসলাম স্বপন, সদস্য সচিব আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নুর আলম মুকুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হযরত আলী, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবু, তাইবুর রহমানসহ আর অনেকে বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :