আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
“দক্ষ্য যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে রেলরোডস্থ কার্যালয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো: আবিদুর রহমান।
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আমরা আজ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছি। ধারাবাহিক ভাবে মাসব্যাপী পৌরসভা ও সকল ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সেই সাথে সকলকে পরিবেশ ভারসাম্য রক্ষার্থে বেশি পরিমাণে বৃক্ষরোপণ করার পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি হাফেজ রেজাউল ইসলাম, টিম সদস্য জহিরুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, মাওলানা তরিকুল ইসলাম। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যুব বিভাগের পক্ষ থেকে ১০০টি বিভিন্ন প্রজাতির চারাগাছ স্থানীয়দের মাঝে বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :