“নীতিবান শিশু, সুখী বাংলাদেশ” গাইবান্ধা জেলা প্রশাসন এর চলমান পাইলট প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় জেলার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “ভালো কাজের খাতা বিতরণ ও নৈতিক দেয়াল” এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাদুল্লাপুর উপজেলার নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সম্ভু চরন দাস। এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অদিতি সরকার।
কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইউএপিইও খাইরুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তানিয়া আশরাফী বিনতি’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন কামারপাড়া প্যারী মাধব বহুমূখী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক শামছুল আলম, সাংবাদিক শাহীন নুরী প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়টির সকল শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী ও মায়েরা উপস্থিত ছিলেন।
বক্তাগণ, উল্লেখিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিশুদের আলোকিত ও নৈতিক গুণাবলি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে মায়েরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এরপর, এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়টির ক্ষুদে শিক্ষার্থীদের কবিতা আবৃতিসহ গান পরিবেশন ছাড়াও বিশেষ অতিথি সম্ভু চরন দাস এর পরিবেশিত গান “কারার ঐ লৌহকপাট” অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও মনোমুগ্ধকর করে তুলে।
শেষে, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপণ করেন এবং কামারপাড়া প্যারী মাধব বহুমুখী ইনস্টিটিউট পরিদর্শন করেন।
আপনার মতামত লিখুন :