Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মো. তামজিদ হোসেন রুবেল আগস্ট ১০, ২০২৫, ০৪:৪১ পিএম রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রামগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান শনিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমকি শিক্ষক সমিতি রামগঞ্জ উপজেলা শাখার নব-নির্বাচিত সভাপতি আবুল বাশার।
সাধারণ সম্পাদক মো. ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, বাংলাদেশ স্মার্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম, এসসিপির কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক মাহবুব আলম, বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী জিয়া উল হক জিয়ার জেষ্ঠ্য পুত্র মাসফিকুল হক জয়, আল-মদিনা ফার্মাসিটিক্যাল’র এমডি মোঃ জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম ভিপি, রামগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর মাস্টার আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন মোল্লা, বিএনপি নেতা মিজানুর রহমান মিরন, রামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন পলাশ, রামগঞ্জ পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসান আল বান্না, সেক্রেটারি অধ্যক্ষ এমরান হোসেনসহ নবনির্বাচিত শিক্ষক সমিতির সদস্যবৃন্দ।

Side banner