আজ বুধবার (৩০ জুলাই) বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে স্থানীয় অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়। এই কর্মসূচীর আওতায় গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ, অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান, একটি দুর্গম পাড়ায় বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহের উদ্দেশ্যে সাবমার্সেবল পাম্প প্রদান, গরিব মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ, তরুণদেরকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে ইয়ং স্টার ফুটবল একাডেমি’কে খেলাধুলা সামগ্রী প্রদান, অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য চেয়ার, টেবিল, বেঞ্চ ও স্টীলের আলমারি প্রদান করা হয়।
পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :