Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

কক্সবাজার পৌরসভা নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগের সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | কক্সবাজার প্রতিনিধি মে ৬, ২০২৩, ০৯:৪৯ পিএম কক্সবাজার পৌরসভা নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগের সভা অনুষ্ঠিত

আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. মাহবুবুর রহমান চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মে) সন্ধ্যা ৬টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শুরু হয়ে রাত সাড়ে ৯ টায় শেষ হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী মো. মাহবুবুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ডক্টর জমির উদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য জাবেদুল আজম মাসুদ, কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মো. রহিম উদ্দিন।

 

Side banner