জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সীমান্ত দিয়ে একই পরিবারের পাঁচ সদস্যকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার কয়া সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা তাদের হস্তান্তর করেন বলে জানিয়েছেন বিজিবি জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর দৌলা।
ফেরত আসারা হলেন- খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের ছেলে মুরাদ মোড়ল (৩০), তার স্ত্রী সাগরিকা বেগম (২৫), তাদের ৮ ও ৫ বছরের দুই ছেলে এবং দুই বছরের এক মেয়ে।
লেফটেন্যান্ট কর্নেল আরিফুর দৌলা বলেন, মঙ্গলবার রাতে কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া এলাকা থেকে ওই পাঁচজনকে আটক করে বিএসএফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২০ সালে তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করেন। পরে দেশটির কেরালা রাজ্যের এর্নাকুলাম শহরে একটি ভাংগাড়ি দোকানে দিনমজুরের কাজ নেন তারা। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।
পাঁচবিবি থানার ওসি মো. ময়নুল ইসলাম বলেন, শিশু, নারী ও পুরুষসহ পাঁচজনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :