Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
ছাত্রদল নেতা বহিষ্কার

শেখ মুজিবকে ‘জাতির পিতা’ লিখে ফেইসবুকে পোস্ট


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার আগস্ট ১৯, ২০২৫, ০৯:২৮ এএম শেখ মুজিবকে ‘জাতির পিতা’ লিখে ফেইসবুকে পোস্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ লিখে ফেইসবুকে পোস্ট দেওয়ায় নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত রবিবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদ অন্তরকে বহিষ্কারের কথা জানান হয়।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অন্তরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। যা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গত ১৫ আগস্ট নিজের ফেইসবুক পোস্টে ইসহাক আহমেদ অন্তর লিখেছিলেন, “জন্ম অথবা মৃত্যুর কোন বিশেষত্ব নেই, মূখ্য হলো মানুষের হৃদয় জয় করা..। শুভ জন্মদিন দেশ মাতা, বিনম্র শ্রদ্ধা জাতির পিতা..।”
পোস্টটি নজরে এলে রবিবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় জেলা ছাত্রদল। ২৪ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে তাকে কারণ দর্শাতে বলা হয়।
তবে ইসহাক আহমেদ এ নির্দেশনা অমান্য করে উল্টো ফেইসবুকে পোস্ট দিয়ে স্বেচ্ছায় দল থেকে অব্যাহতি নেওয়ার কথা জানান। পরে এদিনই তাকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে জানতে ইসহাক আহমেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে ফেসবুক পোস্টে তিনি লিখেন, “আমার ব্যক্তিদর্শন, মুক্তচিন্তা, অহিংসা, ভিন্নমত পোষণ করার মানসিক ভাবনাটা যদি হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অর্পিত দায়িত্বের অবহেলা তবে আমি আমার সকল রাজনৈতিক পদ পদবী ও দায়িত্বের জায়গা হতে সেচ্ছায় অব্যাহতি নিলাম।”
তিনি আরও লিখেন, “যাদের আত্মত্যাগ, সুযোগ্য নেতৃত্ব ও পাহাড়সম নিরলস প্রচেষ্টায় আজকের বাংলাদেশ। তারা যেকোনো দলের, ধর্মের, বর্ণের, জাতির, শ্রেণির, অঞ্চলের তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালবাসা বহমান......”
একইসঙ্গে তিনি নিজের অবস্থান থেকে ভবিষ্যতেও বাংলাদেশ, দল ও নির্যাতিত মানুষের পাশে থাকবেন বলে ফেইসবুক পোস্টে উল্লেখ করেন।
এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব বলেন, দলের গুরুত্বপূর্ণ পদে থেকে এমন পোস্ট সে করতে পারে না। এটি দলের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী। এ ঘটনায় তাকে শোকজ করার পর বিনয়ের সাথে জবাব দেওয়ার দরকার ছিল। কিন্তু জবাব না দিয়ে ঔদ্ধত্য দেখিয়েছে। ফলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আর দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত।

Side banner