Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

ফুলগাজীতে অবিস্ফোরিত দুটি গ্রেনেড উদ্ধার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার আগস্ট ২০, ২০২৫, ১১:২৫ এএম ফুলগাজীতে অবিস্ফোরিত দুটি গ্রেনেড উদ্ধার

ফেনীর ফুলগাজীতে পরিত্যক্ত অবস্থায় দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডার জসিম উদ্দিনের বাড়ির পুকুরপাড় থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।
বুধবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, কমান্ডার জসিমের বাড়ির পুকুরপাড়ে স্থানীয় এক রাখাল গ্রেনেড দুটি পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ফুলগাজী থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেড দুটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। স্থানীয়দের ধারণা, গ্রেনেডগুলো অনেক পুরনো।
ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়েছে। জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
এ বিষয়ে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, গ্রেনেড উদ্ধারের বিষয়টি অবগত হয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Side banner