Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
অপহৃত শিশু

ঝালকাঠিতে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব


দৈনিক পরিবার | ঝালকাঠি প্রতিনিধি আগস্ট ৭, ২০২৩, ০৭:৩২ পিএম ঝালকাঠিতে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব

ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সালমা আক্তার (৬) নামে এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। সোমবার ভোর রাতে তাকে উদ্ধার করে গাজীপুর মেট্রো সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সালমা গাজীপুর জেলার জয়দেবপুর ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর গ্রামের মাওলানা নুর মোহাম্মদ মেয়ে ও স্থানীয় খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ০১ আগস্ট সকালে ওই ছাত্রীর আত্মীয় পরিচয় দিয়ে মাদ্রাসা থেকে তাকে নিয়ে দোকানে খাবার কিনে দেয়ার কথা বলে অপহরণ করে রিয়াজ জমাদ্দার (৪০) নামে এক ব্যক্তি। এ ঘটনায় ছাত্রীর ভাই ০৪ আগষ্ট ২০২৩ ইং তারিখে ভিকটিমের ভাই মোঃ হাবিবুল্লাহ বিল্লাল গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি এজাহার দায়ের করেন। যার মামলা নং ০৮। পরে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করলেও অপহরণকারী পলাতক রয়েছে। র‌্যাব-৮ এর  সিপিএসসি কমান্ডার মেজর মোঃ জাহাঙ্গীর আলম জানান, শিশুটিকে অপহরণ করে অপহরকারী তার নিজ এলাকা ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বাসস্ট্যান্ডে অবস্থান নেন। র‌্য্যাব তার অবস্থান সনাক্ত করে অভিযান চালালে অপহৃত শিশুটিকে উদ্ধার করলেও অপহরণ মামলার আসামীকে পাওয়া যায়নি। তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছেন।

Side banner