Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বেতাগী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেপ্তার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মে ৯, ২০২৫, ০৯:২০ পিএম বেতাগী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেপ্তার

বরগুনার বেতাগী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকালে বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাই স্কুল রোডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি বেতাগী থানার  অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান নিশ্চিত করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বেতাগী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে বেতাগী থানায় বিশেষ ক্ষমতা আইনে গত ১৪ ফেব্রুয়ারি একটি মামলা রয়েছে। 
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, বেতাগী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলামকে শুক্রবার সকালে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Side banner