Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

উত্তেজনার মধ্যে পাকিস্তানের পাশে দাঁড়াল আজারবাইজান


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক মে ৯, ২০২৫, ০৬:৩৮ পিএম উত্তেজনার মধ্যে পাকিস্তানের পাশে দাঁড়াল আজারবাইজান

পেহেলগামে সাম্প্রতিক হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধের রূপ ধারণ করতে চলেছে। টানা দুই সপ্তাহ ধরে চলা শঙ্কার মধ্যেই পাকিস্তানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে ভারতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামাবাদ। এতে দুই পক্ষের অনেকেই হতাহত হয়েছেন। প্রমাণ ছাড়া পাকিস্তানকে দোষারোপ করে হামলা চালানোর কারণেই বিভিন্ন দেশ পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। এবার ইসলামাবাদকে সমর্থন জানাল আজারবাইজান। 
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার (৯ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়।
এতে বলা হয়, আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ফোনে আলাপ হয়েছে। এ সময় আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রতি সমর্থন প্রকাশ করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, জেইহুন বায়রামভকে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন ইসহাক দার। এ সময় পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী ভারতের অবৈধ ও বিনা উসকানিতে হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রতি দৃঢ় সংহতি ও সমর্থন প্রকাশ করেছেন আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি নিরীহ মানুষের প্রাণহানিতে পাকিস্তানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
টেলিফোনে দুই নেতা ‘ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে’ সম্মত হয়েছেন এবং দুই দেশের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করেছেন।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান জানান, এটা খুবই দুর্ভাগ্যজনক যে, ভারতের বেপরোয়া আচরণ দুটি পারমাণবিক শক্তিধর দেশকে বড় ধরনের সংঘাতের কাছাকাছি নিয়ে এসেছে।
ভারতের উগ্র জাতীয়তাবাদ ও যুদ্ধ উন্মাদনা বিশ্বের জন্য গভীর উদ্বেগের কারণ হওয়া উচিত বলেও জানান তিনি।

Side banner