সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দু’টি এলাকায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে বলে পূর্ব আফ্রিকার দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
মোগাদিশুর মেয়রের মুখপাত্র সালেহ হাসান বলেন, প্রবল বৃষ্টির মধ্যে নয়টি বাড়ি ধসে পড়েছে এবং ২০০ পরিবারের বাড়ি পানিতে তলিয়ে গেছে। আমরা এখন নিশ্চিত যে দুই নারীসহ সাতজন মারা গেছেন।
হাসানের দেওয়া তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মোগাদিশুর ছয়টি গুরুত্বপূণর্ সড়কসহ কিছু অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে রাজধানীতে লোকজনের চলাফেরা বাধাগ্রস্ত হচ্ছে। যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে অল্প বয়স্ক এক বালক আছে। শনিবার ক্ষতিগ্রস্ত একটি সড়ক থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা নুরাদিন মোহাম্মদ রয়টার্সকে বলেন, আমি ভেবেছিলাম পানি তাকে বের করে আনবে, কিন্তু তা হয়নি। আজ সকালে (শনিবার) আমার বন্ধুরা বড় হাতুরি ও কোদাল নিয়ে আমার সঙ্গে যোগ দেয়। তারপর আমরা তার মৃতদেহ বের করে আনতে পারি।
আপনার মতামত লিখুন :