Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ভারতে যাওয়ার সময় জীবননগরের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মে ১১, ২০২৫, ০২:১৭ পিএম ভারতে যাওয়ার সময় জীবননগরের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১১ মে) ভারতে যাওয়ার সময় দর্শনার জয়নগর ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ও চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোলাম মোর্তুজা রবিবার সকালের দিকে দর্শনার জয়নগর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সন্দেহ হলে তাকে আটক করে জয়নগর ইমিগ্রেশন পুলিশ।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। গোলাম মোর্তুজাকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

Side banner