Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নীলফামারীতে ডেঙ্গু সচেতনতায় বাইসাইকেল শোভাযাত্রা


দৈনিক পরিবার | নীলফামারী প্রতিনিধি আগস্ট ২২, ২০২৩, ০৫:৪৬ পিএম নীলফামারীতে ডেঙ্গু সচেতনতায় বাইসাইকেল শোভাযাত্রা

‘‘আতঙ্ক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের উপায়’’ শ্লোগানে জেলায় ডেঙ্গু সচেতনতায় বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এরপর শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফিরে সমাপ্ত হয়। জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থী, সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন- সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, জেলা তথ্য কর্মকর্তা আলমগীর হোসেন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি প্রমুখ।

 

Side banner