Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

লংগদুতে নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু, আরেক শিশু নিখোঁজ


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার অক্টোবর ১, ২০২৫, ১২:৪০ পিএম লংগদুতে নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু, আরেক শিশু নিখোঁজ

রাঙ্গামাটির লংগদু উপজেলায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় রানা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা শিরিন আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। যদিও মাসুম নামে আরও এক শিশু এখনও নিখোঁজ রয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকালে শিরিন আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মা-ছেলে দুজনের মরদেহ উদ্ধার করা হলো। 
এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার গুলশাখালী থেকে নৌকায় করে নদী পার হওয়ায় সময় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
স্থানীয় স্কুল শিক্ষক মো. সোহেল কবির বলেন, সন্ধ্যায় এফআইডিসি এলাকার ৫ জন একটি ছোট জালের নৌকা নিয়ে গুলশাখালী আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। ফেরার পথে হ্রদে আকস্মিক ঝড়ে নৌকা ডুবে যায়। 
তিনি আরও বলেন, নৌকায় ১ জন পুরুষ, ২ জন মহিলা এবং ২ জন শিশু ছিল। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল থেকে এক মহিলাকে উদ্ধার করি এবং রানা (৭) নামে এক শিশুকে কচুরিপানা থেকে মৃত অবস্থায় পাই। ওই নৌকায় থাকা শিরিনের (৪০) মরদেহ আজ সকালে উদ্ধার করা হয়েছে। তবে তার ছেলে মাসুমকে (৫) এখনও খুঁজে পাওয়া যায়নি।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন বলেন, রাত আটটার পর আকস্মিক ঝড়ো বাতাসে অনেকগুলো স্থানে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এরমধ্যে গুলশাখালী এলাকায় নৌকাডুবির ঘটনায় এক শিশু ও তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও এক ছেলে নিখোঁজ রয়েছে। 
তিনি আরও বলেন, রাতের অন্ধকারের কারণে মঙ্গলবার উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি। আজ ভোর থেকে আবারও উদ্ধার কাজ শুরু করে স্থানীয় লোকজন এবং সেনাবাহিনী। সকালে তাদের সঙ্গে যোগ দেয় রাঙ্গামাটি থেকে যাওয়া একটি ডুবুরি দল।

Side banner