জয়পুরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ। জেলার নতুনহাটে গিয়ে দেখা যায় এক মাছ ব্যবসায়ীর দোকানে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে। মাছের নাম জানতে চাইলে দোকানি রুপচাঁদা বলে জানান।
পরে নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটা আসলে পিরানহা। দেখতে রুপচাঁদার মত বলে এই নামেই বিক্রি করা হয়। দামে সস্তা বলে অনেকেই কেনে। কয়েকটা পেয়েছি আর কোনদিন বিক্রি করবো না।
পিরানহা মাছ মাংসাশী ও রাক্ষসী প্রাণী যা জলজ জীব বৈচিত্র্য ও দেশীয় মাছের জন্য হুমকি স্বরূপ। এই মাছ উৎপাদন, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এ মাছে এমন কিছু বিষক্রিয়া আছে যা আমাদের পাকস্থলীর জন্য ক্ষতিকর। এটি অ্যালকোহলের চাইতেও ক্ষতিকর এবং এর চর্বি আমাদের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসকে বাধাগ্রস্থ করে।
বাংলাদেশে ২০০৮ সালে পিরানহা মাছ চাষ, উৎপাদন, পোনা উৎপাদন, বংশ বৃদ্ধি, বাজারে ক্রয়-বিক্রয় সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার।
এ বিযয়ে জানতে চাইলে জয়পুরহাট জেলা মৎস্য কর্মকর্তা জনাব মো. মাসুদ রানা বলেন, পিরানহা মাছ বিক্রি করা ও বাজার থেকে কেনা সম্পূর্ণ নিষিদ্ধ। আমারা মাঝে মাঝেই অভিযান পরিচালনা করি। এরা গোপনে অনেক সময় বিক্রি করে। আমরা এ বিষয়ে ব্যবস্থা নিব।
এ ব্যাপারে বাজারে সঠিক মনিটরিং এর পাশাপাশি সাধারণ ক্রেতাদেরও সচেতন হতে হবে বলে অভিজ্ঞমহল মনে করে।
আপনার মতামত লিখুন :