Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

সিরাজগঞ্জে পৃথক অগ্নিকাণ্ডে পাঁচ গরু ও শাড়ি কারখানা পুড়ে ছাই


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ডিসেম্বর ৯, ২০২৫, ০৮:১৯ পিএম সিরাজগঞ্জে পৃথক অগ্নিকাণ্ডে পাঁচ গরু ও শাড়ি কারখানা পুড়ে ছাই

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা ও এনায়েতপুর থানা এলাকায় পৃথক অগ্নিকাণ্ডে এক কৃষকের গোয়ালঘরে পাঁচটি গরু পুড়ে মারা গেছে এবং একটি শাড়ি প্রিন্ট কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই ঘটনায়ই বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর মাঠপাড়া এলাকায় সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কৃষক আব্দুর রাজ্জাক ও তার ভাই আসাদুজ্জামানের গোয়ালঘরে আগুন লাগে। এতে পাঁচটি গরু পুড়ে মারা যায় এবং আরও দুটি গরু আহত হয়। ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক বলেন, আগুনে তিনটি গর্ভবতী গাভী, একটি ষাড় ও একটি বাছুর মারা গেছে। সব মিলিয়ে তার প্রায় ১২ থেকে ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার হাসান আলী বলেন, প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
অন্যদিকে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপালপুর গাবতলা এলাকায় সেরাজুল ও বাবু মল্লিকের মালিকানাধীন বিসমিল্লাহ ডিজিটাল শাড়ি প্রিন্ট কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে বেলকুচি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা বলেন, ফজরের নামাজের পর হঠাৎ করে কারখানাটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এতে বিপুল পরিমাণ কাপড়, চারটি শাড়ি প্রিন্ট মেশিন, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে যায়। বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শহিদুর রহমান বলেন, আগুন লাগার প্রাথমিক কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটের বিষয়টি ধারণা করা হচ্ছে।

Side banner