Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৮ ডিসেম্বর, ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিলেন সাইদ আহমেদ বাবু


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৮, ২০২৩, ০৭:৪৪ পিএম আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিলেন সাইদ আহমেদ বাবু

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর উপজেলা) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ কমিটির সদস্য সাইদ আহমেদ বাবু।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এর আগে সকালে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে প্রথমে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ। এরপর মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারপরই অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের সাথে সাইদ আহমেদ বাবু মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আমরা ক’জন মুজিব সেনার সভাপতি সাইদ আহমেদ বাবু ১৯৯৬ সালে সর্বপ্রথম বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তারপর ২০০১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালেও মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এ বছর মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী বলে প্রত্যয় ব্যক্ত করেন।

Side banner