Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯ মাঘ ১৪৩২

বাঞ্ছারামপুরে ইউএনও ফেরদৌস আরা স্মৃতি পাবলিক লাইব্রেরি উদ্বোধন


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জানুয়ারি ২১, ২০২৬, ১১:৫১ এএম বাঞ্ছারামপুরে ইউএনও ফেরদৌস আরা স্মৃতি পাবলিক লাইব্রেরি উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার স্বপ্ন ছিল বাঞ্ছারামপুরে একটি আধুনিক পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করা। তিনি চেয়েছিলেন চলতি জানুয়ারি মাসেই সেই লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন হোক, যেখানে শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ মানুষ জ্ঞানের আলোয় নিজেদের সমৃদ্ধ করতে পারবে।
দুর্ভাগ্যজনক হলেও সত্য, নিয়তির নির্মম ডাকে সাড়া দিয়ে তিনি গত ১৪ জানুয়ারি ২০২৬ইং তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অকালপ্রয়াণে বাঞ্ছারামপুরবাসী হারায় একজন মানবিক, শিক্ষাবান্ধব ও দূরদর্শী প্রশাসককে। রেখে যান অপূর্ণ এক স্বপ্ন বাঞ্ছারামপুর পাবলিক লাইব্রেরি।
তবে মরহুমা ফেরদৌস আরার সেই স্বপ্ন অপূর্ণ থাকছে না। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম জানিয়েছেন, পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী চলতি জানুয়ারি মাসেই লাইব্রেরির উদ্বোধন করা হবে। 
স্থানীয় শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মী ও সচেতন মহল মনে করছেন, এই লাইব্রেরি শুধু একটি স্থাপনা নয় এটি মরহুমা ফেরদৌস আরার আদর্শ, চিন্তা ও শিক্ষাবান্ধব দর্শনের প্রতীক হয়ে থাকবে। তার স্মৃতিকে অম্লান রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে এই উদ্যোগ একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
বাঞ্ছারামপুর ছাত্র সমাজ আশা প্রকাশ করেছেন, ‘ফেরদৌস আরা স্মৃতি পাবলিক লাইব্রেরি’ জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Side banner