রংপুরের গঙ্গাচড়ায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগের চিকিৎসার জন্য অনুদানের চেক পেয়েছে ৪৫ জন অসহায় দরিদ্র। প্রত্যেক রোগীর পরিবারের হাতে ৫০ হাজার টাকার মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। সোমবার উপজেলা পরিষদ হল রুমে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রোগী ও তার পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু।
এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না, ভাইস চেয়ারম্যান সাজু মিয়া, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান, এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :