দিনাজপুরের খানসামা উপজেলার গলায় মাফলার পেঁচিয়ে মোঃ ফেরদৌস হোসেন (৩৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় তার নিজ বাড়ির কক্ষে এ ঘটনা ঘটে। মৃত্যু ফেরদৌস হোসেন খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডাক্তার বাড়ি গ্রামের বাছেদ আলীর ছেলে। মৃত্যু ফেরদৌস আলী তার একটি ৩ বছরের ছেলে সন্তান রয়েছে।
ভাবকী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, মৃত্যু ফেরদৌস হোসেন তার বয়স যখন ১৪ বছর তখন থেকেই সে মানসিক ভারসাম্যহী রুগী ছিলেন। দীর্ঘদিন ধরে চিকিৎসা করার পরেও সুস্থ হননি। তার বাড়ির লোক সবসময়ই চোখে চোখে রাখতো প্রায় সে আত্মহত্যা করার চেষ্টা করতো।
খানসামা থানার ওসি মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :