কুমিল্লার তিতাস উপজেলার বাইতুল জান্নাহ জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) উপজেলার ৬নং ভিটিকান্দি ইউনিয়নে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিবছরের ন্যায় এবারও ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার পরিবারের পক্ষ থেকে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য আবুল হোসেন মোল্লা রাজধানী ঢাকার ইসলামপুরের ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত সততা, নিষ্ঠা ও আন্তরিকতা এবং সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। সেই সাথে ১০ বছর চেয়ারম্যান থাকাকালিন সময়ে এলাকার সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করেছিলেন। এছাড়াও আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা এলাকার মসজিদ, মাদ্রাসা সহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত। পবিত্র ঈদুল ফিতরেও এলাকার নিম্ন আয়ের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। নগদ টাকা সহ সাধারণ মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।
আপনার মতামত লিখুন :