Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মহাদেবপুরে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন


দৈনিক পরিবার | সুমন কুমার বুলেট এপ্রিল ১৪, ২০২৪, ০৬:৩৮ পিএম মহাদেবপুরে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন

“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা” প্রতিপাদ্যকে সামনে রেখে, নওগাঁর মহাদেবপুর উপজেলায় প্রশাসন কৃতক আয়োজিত সকল সম্প্রদায়ের অংশগ্রহণে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুভ নববর্ষ (পহেলা বৈশাখ) উদযাপিত হয়েছে। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে আনন্দঘন পরিবেশে নানা আয়োজনের মধ্যদিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মহাদেবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমি এবং বৈশাখী সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে ও উপজেলা দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান শ্রী অনুকূল চন্দ্র সাহা বুধুর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা উপজেলার মূল ফটক হতে শুরু করে চারমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।
উপজেলায় বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভোজন শেষে উপজেলা পরিষদ মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, থানার অফিসার ইনচার্জ ওসি রুহুল আমিন, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা খান ইব্রাহিম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের ছাত্র শিক্ষক, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য শ্রী অজিত কুমার মন্ডল, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি মো. আজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইনুল হোসেন, অর্থ সম্পাদক মোকলেসুর রহমান, সাংবাদিক মাহবুব জামান সেতু, সাংবাদিক এস এম শামীম হাসান, সাংবাদিক জুয়েল হোসেন সহ প্রমুখ।
এসময় নানা শ্রেণী পেশার মানুষ মঙ্গল শোভযাত্রায় অংশগ্রহণ করেন।

Side banner