Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

চিলমারীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়


দৈনিক পরিবার | হাবিবুর রহমান এপ্রিল ২৬, ২০২৪, ০৩:০৪ পিএম চিলমারীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

সারা দেশে প্রচণ্ড তাপদাহে নাভিশ্বাসে উঠেছে জনজীবন। কমছেই না তাপমাত্রার, উল্টো দিন দিন বাড়ছে গরম ও তাপদাহ। বৃষ্টির আশায় প্রহর গুনছেন সারা দেশে লক্ষ লক্ষ মানুষ। বৃষ্টির আশায় বিশেষ নামাজ (সালাতুল ইস্তেসখার) আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় মুসল্লিরা নামাজের পরে আল্লাহর দরবারে দুহাত তুলে প্রাণ খুলে কান্না করেন এবং বৃষ্টির জন্য দোয়া ও করেন। গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বালাবাড়ী হাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ইস্তেসখার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বিশেষ এই নামাজে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকশত মুসল্লীরা এই নামাজে অংশ গ্রহন করেন। নামাজে ইমামতি করেন মাওলানা মো. শওকত আলী মন্ডল, খতিব বাইতুর নুর সরকার পাড়া জামে মসজিদ, চিলমারী।
নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করেন মাওলানা মুফতি মোঃ আব্দুল আজিজ আকন্দ, সুপার পাত্রখাতা রিয়াজুল জান্নাত দাখিল মাদ্রাসা। এ সময় মুসল্লিরা কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে দুই হাত তুলে চিলমারী উপজেলাসহ সারা বাংলাদেশে বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করেন। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ, পশু, পাখিরাও  পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ তায়ালা সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাইলে তিনি অনেক খুশি হন। আর চাওয়াটাকে আরবিতে সালাতুল ইস্তেসখার বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা। তিনি আরও বলেন, রাসুল (সা:) এই নামাজের সময় তার দুহাত উল্টো করে মোনাজাত করতেন। তার মানে তিনি পরিস্থিতির পরিবর্তন চাচ্ছেন। আমরাও উনার মতো করে করার চেষ্টা করেছি। এ সময় উপস্থিত অনেকে বলেন, আমরা আল্লাহর তায়ালা কাছে বৃষ্টির জন্য, নামাজ আদায় করে দোয়া করেছি, তিনি চাইলে আমাদের জন্য বৃষ্টি দিতে পারেন।

Side banner