ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব গঠিত কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রবিবার (৩১ জুলাই) ময়মনসিংহের ঐতিহাসিক টাউন হল ময়দানে দুপুর ৩ টায় ময়মনসিংহের সকল উপজেলা থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক গণের নেতৃত্বে বিশাল আনন্দ শোভাযাত্রার মাধ্যমে একত্রিত হন। এরপর ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সংগ্রামী সভাপতি নাজমুল হক মন্ডল ও সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজীবের নেতৃত্বে এক বিশাল আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ঐতিহাসিক সার্কিট হাউজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুব এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান খোকন, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইঞ্জিনিয়ার রাজিবুল আলম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সাগর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সকল নেতাকর্মীদের সাথে নিয়ে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুস্পার্ঘ্য অর্পণ শেষে নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক নেতাকর্মীদের উদেশ্যে বক্তব্যে বলেন, সেবা-শান্তি-প্রগতির যে মহান ব্রত নিয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা হয়েছে আমরা সেই ব্রত নিয়েই কাজ করব ইনশাআল্লাহ। এ সময় বক্তারা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর প্রতি ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সমাবেশস্থল থেকে বক্তারা সেচ্ছাসেবক লীগের স্বর্গীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহের আত্মার শান্তি কামনা করেন।
আপনার মতামত লিখুন :