Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

কেন্দুয়ায় শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন


দৈনিক পরিবার | নেত্রকোণা প্রতিনিধি আগস্ট ৫, ২০২২, ০৭:৫১ পিএম কেন্দুয়ায় শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মদিবসে তাঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন নেত্রকোনা ৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
শ্রদ্ধা নিবেদনে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞাসহ দলীয় নেতা কর্মি, বিভিন্ন সরকারী কর্মকর্তা, পুলিশ প্রশাসন।
পরে প্রশিক্ষণ প্রাপ্ত যুবকদের মাঝে চেক বিতরণ করেন অসীম কুমার উকিল এমপি।

 

Side banner