Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

আগস্টের প্রথম প্রহরে শেরপুরে মোমবাতি প্রজ্জলন ও শ্রদ্ধা নিবেদন


দৈনিক পরিবার | রাকিবুল আওয়াল পাপুল আগস্ট ১, ২০২৪, ০৫:৪৩ পিএম আগস্টের প্রথম প্রহরে শেরপুরে মোমবাতি প্রজ্জলন ও শ্রদ্ধা নিবেদন

শোকাবহ আগষ্ট মাসের শুরু আজ। ১৯৭৫ সনের ১৫ আগষ্ট রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। শোকের মাস আগস্টের প্রথম প্রহরের রাত ১২ঃ১মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জলন করে শ্রদ্ধা নিবেদন করে শেরপুর জেলা আওয়ামী লীগ।
মোমবাতি প্রজ্জলন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু।
ওইসময় তিনি বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে বিএনপির নাশকতা ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান। শোকের এই মাসে বঙ্গবন্ধুর দন্ডপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার দাবী জানান।
ওইসময় জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতা-কর্মী অংশ নেন।

Side banner