Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

সোনাতলায় বিএনপির পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


দৈনিক পরিবার | বিকাশ স্বর্নকার আগস্ট ১৪, ২০২৪, ০৪:৫০ পিএম সোনাতলায় বিএনপির পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বগুড়ার সোনাতলায় উপজেলা বিএনপির উদ্যোগে পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে পৌরসভার ঘোড়াপিরে উপজেলা বিএনপির উদ্যোগে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।
তিনি তার বক্তব্যে বলেন, আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সুজলা সুফলা বাংলাদেশ গড়তে আপনাদের সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজনেরা আমাদের ভাই এই সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয় আপনারা পাহাড়া দিবেন বলে উপস্থিত নেতাকর্মীদের নির্দেশ দেন। পথসভা শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল হাবিব রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক টুকু, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আহসান হাবীব রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোনারুল ইসলাম মোনাই, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সেলিম রেজা বাবলা, পৌর যুবদলের আহবায়ক হারুন অর রশিদ, সদস্য সচিব মাহমুদুর রহমান রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তাকবির, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক তোহাদ্দেত হোসেন বাবুল সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

Side banner