Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২

টঙ্গীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান, আটক ৪০


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৪, ২০২৪, ১২:০২ পিএম টঙ্গীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান, আটক ৪০

গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ৪০ জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে টঙ্গীর কেরাণিটেক বস্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করে যৌথ বাহিনী।
সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এই অভিযানে প্রায় ৫০০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছে।

Side banner